নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : মহান বিজয় দিবসে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, কুন্দারহাট হাইওয়ে থানা, জাতীয় পার্টি, বিএনপি, যুবলীগ, জাতীয় যুব সংহতি, ছাত্রলীগ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, ইউনাইটেড ও নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাব, ফায়ার স্টেশন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এক মিনিট নিরবতা পালন শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মুকুল মিঞা, থানার ওসি মো. আনোয়ার হোসেন, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু, সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, যুগ্ম আহবায়ক জহুরুল মাস্টার, যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে সংবর্ধনা সভা করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে খতমে কুরআন, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।