কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মেঘাইতে অবস্থিত খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অন্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, গুদাম কর্মকর্তা পলাশ কুমার সুত্রধর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৮ টাকা, চাল সিদ্ধ ৪২ টাকা। কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ৫শ ৯৪ মেট্রিক টন, চালের লক্ষ্যমাত্রা ৫শ ৩৩ মেট্রিক টন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।