সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামে মো. খলিল মিয়া নামের এক মাদক সেবিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি এ দণ্ডাদেশ প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার পাখিমারা গ্রামে মাদক সেবন করছে।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন অবস্থায় মো. খলিল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।