বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জন্ডিস ও লিভারের সমস্যায় মারা গেছেন দৈনিক আজকের জামালপুর এর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (৪৭)।
সোমবার সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাইফুল ইসলাম বকশীগঞ্জ পৌর শহরের মিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাযায় জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মী, সুধী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, মা-বাবা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক সাইফুল ইসলামের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম , রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম সহ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।