জিএম রাঙ্গা : “উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী” স্লোগান নিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ ওয়াহেদুননবী ও বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ -এর পক্ষে অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহা।
এ সময় প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহীন আখতার ভূঁইয়া, ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার মোঃ আক্কাছ আলী ও মোঃ নজরুল ইসলাম খানসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার অফিসার মোঃ সাদ্দাম হোসেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।