নন্দীগ্রামে আত্মহত্যা প্রবণতা রোধে সেতু’র সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রামে আত্মহত্যা প্রবণতা রোধকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) টাঙ্গাইল এনজিওর আয়োজনে গত বুধবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের হাটধুমা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। 

নন্দীগ্রামে আত্মহত্যা প্রবণতা রোধে সেতু’র সভা অনুষ্ঠিত



 এতে গ্রামের নারী পুরুষেরা অংশ গ্রহণ করেন। সেতু এনজিওর নন্দীগ্রাম শাখা ম্যানেজার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন সেতু এনজিওর এরিয়া ম্যানেজার মো. জেহার আলী, থানার উপ-পরিদর্শক চাঁন মিয়া, মো. শরিফুজ্জামান, সেতু এনজিওর সহকারি হিসাব-রক্ষক বিশ^জিৎ কুমার দাস, ক্রেডিট অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, আত্মহত্যা প্রবণতা রোধে সন্তানদের কড়াভাষায় শাসন করা যাবেনা। মোটরসাইকেল, মোবাইল বা কোনোকিছুর জন্য সন্তানরা বায়না ধরলে সামর্থ্য না থাকলে বুঝিয়ে বলতে হবে। 

সন্তানরা কোথায় কি করে, কোথায় যায়, কার সাথে মিশছে, এসব ব্যাপারে পিতা-মাতাকে খোঁজ রাখতে হবে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। প্রত্যেক পরিবারকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top