জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ বাবুল হাসান সরকার ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে সাধুপুর গ্রামের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর অকাল মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ৩১ ডিসেম্বর দুপুর আড়াইটা মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।