শফিকুল ইসলাম : রৌমারীতে বার্ষিক ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মর্নিংসান কিন্ডার গার্টেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জয়পুরহাট গালর্স ক্যাডেট শিক্ষার্থী হুমায়রা সুলতানা জীম ও জিসান মাহমুদ স্বপ্নসহ সাত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। মর্নিংসান কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণী থেকে এ সাত শিক্ষার্থীরা ভালো ফল নিয়ে উর্ত্তীণ হয়েছিল।
এ অনুষ্ঠানে রেজাউল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হযরত আলী, মর্নিংসান কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সোহরাব হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য মোস্তাফিজুর রহমান রঞ্জু, এনআর জাহাঙ্গীর রবু, বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবকসহ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।