শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিয়েছে।
ফাইল ফটো |
শুক্রবার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ের ১শ ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৯শ ২৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে বালিকা ৫৭৩ ও বালক ৩৫০ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২১টি কিন্ডার গার্টেন এবং ৪টি এনজিও পরিচালিত ব্র্যাক স্কুল।
প্রাথমকি বৃত্তি পরীক্ষার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. গিয়াস উদ্দিন বলেন, এবারের প্রাথমকি বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মো. নজরুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষার লক্ষ্যে দায়িত্বরত সহকারি শিক্ষকরা পরীক্ষা কক্ষে কক্ষ পরিদর্শক হিসেবে সঠিক দায়িত্ব পালন করেছেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও মহোদয়। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরাও তাদের দায়িত্ব পালন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।