শফিকুল ইসলাম : রৌমারী উপজেলার টালুয়ারচর গ্রামে মৌসুমী আক্তার (২১) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর আব্দুর রহিম বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন।
পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্যে কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার দিকে।
নিহত গৃহবধু উপজেলার শৌলমারী ইউনিয়নের টালুয়ারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজমুল হোসেনের স্ত্রী। আর মৌসুমী একই উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, গত এক বছর আগে মৌসুমীর সাথে নাজমুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। একপর্যায় মৌসুমী প্রেমিক নাজমুলকে বিয়ের প্রস্তাব দিলে সে প্রেম প্রত্যাখান করে। পরে মৌসুমী আক্তার তার বাড়ীতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে। একপর্য্যায়ে স্থানীয় লোকজনের সমঝোতায় তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো।
ঘটনার দিন নিহত মৌসুমীর নিজ ঘরে খাটের মশারী লটকানো স্ট্যান্ড এর সাথে ওড়না প্যাচানো লাশ উদ্ধার করে পুলিশ। তবে আত্মহত্যা নাকি হত্যা সে সম্পর্কে জানতে পুলিশ লাশ রাতেই থানায় নেয়।
রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিহতের পরিবারের দেওয়া সংবাদের ভিত্তিতে তার ঘর থেকে পুলিশ মশারীর স্ট্যান্ড থেকে মৌসুমীর লাশ উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্যে কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।