সেবা ডেস্ক : চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামী ১৭ ডিসেম্বর (শনিবার) চট্রগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।
মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী |
উক্ত স্মরনসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও চট্রগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী, সঞ্চালনা করবেন সংগঠনের সাধারন সম্পাদক মো লিয়াকত আলী খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
পরিবারের পক্ষে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্রগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শেখ শফিউল আজম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র, চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।
স্মরণসভাকে সাফল্যমন্ডিত করার জন্য সবার উপস্থিতি কামনা করে বিনীত অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।