সেবা ডেস্ক : আসছে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অবসরে যাচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার জায়গায় ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিদায়বেলায় মন্ত্রিপরিষদ সচিবের দাবি, মানুষের কথা চিন্তা করে দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন তিনি।
সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃতজ্ঞতা জানাই, আজ অফিসিয়ালি আপনাদের (সাংবাদিক) সঙ্গে শেষ (ব্রিফিং)।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা দেশের কল্যাণে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেওয়ার।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র অবসর নিয়েছি। এখন আল্লাহর রহমতে দেখা যাক কি করা যায়।
সরকার যদি কোনো প্রকল্প বা কোনো খাতে যদি আপনাকে অফার করে, সেক্ষেত্রে কি করবেন- এমন প্রশ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ সময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সবার প্রতি দোয়া কামনা করেন তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।