লিয়াকত হোসাইন লায়ন : "দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" এই আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় সামনে সড়কে দূর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সদস্য সাংবাদিক ওসমান হারুনী, এনজিও প্রগ্রেস ম্যানেজার আব্দুল হাকিম প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যরাসহ শিক্ষার্থী ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।