নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
এরপর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম লুৎফনন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাহার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, দুর্নীতি প্র্রতিরোধ কমিটির আব্দুস সাত্তার, রাব্বী হাসান, মতিউর রহমান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।