লিওনেল মেসির কান্না দেখতে চান তিনি!

S M Ashraful Azom
0

: ফুটবলে এক বিশ্বকা’প ছাড়া বাকি সবকিছুর স্বাদই পেয়েছেন লিওনেল মেসি। এবারই যে তার শেষ বিশ্বকা’প, সে ঘোষণাও দিয়েছেন নিজেই। আর বিশ্ব জয়ের সেই স্বপ্নপূরণ থেকে মাত্র তিন ধা’প দূরে মেসি। অর্থাৎ আর তিনটা ম্যাচ জিতলেই তার হাতে উঠবে সেই সোনালি ট্রফি।

লিওনেল মেসির কান্না দেখতে চান তিনি!



 অনেকেই চান মেসির হাতে এবার বিশ্বকা’পটা উঠুক। তবে ব্যতিক্রম ফ্রেড। তিনি বলেছেন, সেমিতে মেসির দল তার টিম ব্রাজিলের মুখোমুখি হবে এবং সেখানে হেরেই বিদায় নেবে আলবিসেলেস্তেরা।

সেলেসাওদের হয়ে ২০০৬ ও ২০১৪ বিশ্বকা’প খেলা ফ্রেড ইএসপিনকে বলেছেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল চাই। আমি বিভ্রান্তি চাই, অনিশ্চয়তা চাই, নেইমারের ঝলক, মেসির কান্না চাই।’

গত বছর শেষবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচটি হয়েছিল গোলশূণ্য ড্র। একই বছর ২০২১ কোপার ফাইনালে মেসিদের বি’পক্ষে হারের বেদনায় পুড়তে হয়েছিল তাদের।

বিশ্বকাপে দুই দলের সর্বশেষ মোকাবিলা ছিল ১৯৯০ সালে। ক্লাউদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে সেবার শেষ হাসি হেসেছিল আলবিসেলেস্তেরাই।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top