জামালপুর সংবাদদাতা : জামালপুর পৌরসভার বগাবাইদ এলাকা থেকে ওয়ের্ল্ডিং ওয়ার্ক শপের মালিক মাসুদ রানা (৫৫)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পিতার নাম কমর উদ্দিন।
২৮ ডিসেম্বর বাড়ির আঙ্গিনার একটি লিচুগাছে মাসুদ রানার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতের ছেলে রবিউল ইসলাম জানান-আমার বোনের ডিভোর্স হবার পর থেকে বাবা মানষিকভাবে বিপর্যস্ত হন।
গভীর রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েন। পরদিন গাছের সাথে ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান-তিনি নিয়মিত নামাজ পড়তেন। কিছুদিন আগে হজ্জও করেছেন। তিনি আত্মহত্যা করারা কথা নয়।
এসআই মানিক চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে মাসুদের আত্মহত্যার ধারণা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।