শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ৫১ তম বর্ষপূতি নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের অঙ্গসংগঠন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জাতীয়তাবাদীদল বিএনপির অঙ্গসংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন এনজিও, ফায়ার সার্ভিস ও থানা প্রশাসন সহ বিভিন্ন অঙ্গসংগঠন পূস্পমাল্য অর্পন করে।
পরে উপজেলা সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার পূবণ আখতার, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা, অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার প্রমূখ।
পরে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরির্দশন শেষে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।