রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে মহান বিজয় দিবসে রৌমারী থানা পুলিশ কর্র্তৃক প্যারেড,কুচকাওয়াজ ও ডিসপ্লে , প্রদর্শনের সময় টিম লিডার এসআই মামুন বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি উচ্চরণ করেন।
এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভর সৃষ্টি হয় । শুক্রবার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলে দুঃখ প্রকাশ করেন এবং তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, শাহার আলী, খন্দকার সামছুল আলম ও আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার পূবণ আখতার, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা প্রমূখ।
অবশেষে রৌমারী থানার অফিসার ইন্চাজ রুপকুমার সরকার বলেন, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকল মুক্তিযোদ্ধাদের কাছে অনুরোধ জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।