কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতীর রক্ষা বাধের গোড়া থেকে বালি উত্তেলন করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শফিকুল ইসলাম নামের ওই বালু ব্যবসায়ী একই ইউনিয়নের পূর্বখুকশিয়া গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে।
রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। মাটি ব্যবস্থাপনা আইনে তিনি ওই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ ওই ব্যবসায়ীসহ আর কয়েকজন নদীতীর রক্ষাবাঁধ এলাকা থেকে বালি ও মাটি কেটে ট্রাকযোগে নানাস্থানে বিক্রি করে আসছিলেন।
এতে করে ওই এলাকার রক্ষাবাঁধ হুমকীর মুখে পড়ে। রবিবার গোপন সূত্রের সংবাদ পেয়ে ইউএনও গিয়ে হাতেনাতে তাদের ধরে ফেলেন এবং অর্থদন্ড প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।