উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় যীশু খ্রিষ্টের জন্মদিন উদযাপন করা হয়।
উপজেলার তেঁয়াশিয়া যীশু হৃদয় গির্জা ও তাড়াশে ধর্ম পল্লী গুল্টা ক্যাথলিক মিশনে নাচ, গান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এ উৎসব পালিত হয়।
রোববার দুপুরে অনুষ্ঠানের শুরুতে খ্রিষ্ট যাগ ও প্রার্থনার মধ্য দিয়ে যিশু খ্রিষ্টের জম্মদিনের কর্মসূচি উদ্বোধন করে গীর্জার ভক্ত ও অনুরাগীরা। পরে খ্রীষ্ট ধর্ম যাজক ফ্যাদার কার্লো বুদজ্জি এ সময় ধর্মীয় অনুষ্ঠান প্রার্থনা পরিচালনা করেন। পরে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে উপস্থিত ভক্ত ও অনুরাগীরা প্রার্থণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল পুলিশের ব্যাপক নিরাপত্তা ।
ধর্ম যাজক ফ্যাদার কার্লো বুদজ্জি বলেন, এ অনুষ্ঠানে বিশ্বের সকল কালো ও জরা দুরীভুত হোক। প্রতিষ্ঠিত হোক মানবতার শান্তিময় বিশ্ব।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।