মনিরুজ্জামান লিমন : বিএনপি-জামায়াতের সহিংসতা , দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা , নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্কাবস্থানে দেখা যায়। উপজেলা আওয়ামী লীগ, অংগ সংগঠন সহ প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ, ওয়ার্ড থেকে নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মফিজ উদ্দিন,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান হিটলার, পৌর আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আগা সাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, জেলা যুবলীগের সদস্য শহীদুজ্জামান শহীদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহমিনা শিউলি, সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন মিরাজ, পৌর ছাত্রলীগের আহŸায়ক আলভী তালুকদার , উপজেলা তাঁতী লীগের আহŸায়ক রাকি বিল্লাহ , সদস্য সচিব শহিদুর রহমান লিপন সহ উপজেলা আওয়ামী লীগ, অংগ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার বলেন, বিএনপি-জামায়াতের লোকজন কোথাও যেন কোন ধরণে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য উপজেলা আওয়ামী লীগ , অংগ সংগঠন ও প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীরা মাঠে রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।