বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস শুক্রবার ১১ টায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, মেরুরচর ইউপি চেয়ারম্যা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার জুলেখা আক্তার , ব্র্যাকের সামাজিক সুরক্ষা ও আইন সহায়তা কর্মসূচির ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।