বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম : এনজিও সংস্থা অনির্বাণ পরিচালিত দক্ষিণ বাঁশখালীর সুনামধন্য অন্যতম চিকিৎসাসেবা প্রতিষ্ঠান 'বাঁশখালী স্কয়ার ক্লিনিক'র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও আসন্ন মহান বিজয় দিবসের পূর্বপ্রস্তুতি উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় হাসপাতাল হলরুমে আলোচনা পরবর্তী বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন করেন।
বাঁশখালী স্কয়ার ক্লিনিক'র চেয়ারম্যান ও বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম উদ্দিন আল হাসান, টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেতু চৌধুরী আকাশ, হাসপাতালের একাউন্টিং ডাইরেক্টর ও নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাইচার উদ্দিন, হাসপাতালের ডাইরেক্টর সাংবাদিক মো. মোক্তার আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশখালী স্কয়ার ক্লিনিক'র ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা।
এ সময় বক্তারা বলেন, 'অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য' এ স্লোগান কে নিয়ে বাঁশখালী স্কয়ার ক্লিনিক ২০২০ সালের ১১ ডিসেম্বর সেবাকার্যক্রম চালু করেন। আজবধি আর্তমানবতার তরে আমরা কাজ করে যাচ্ছি। এলাকাভিত্তিক ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্বল্প খরচে ডেলিভারী সেবা সহ যাবতীয় সেবাকার্যক্রম সফলতার সাথে দিয়ে যাচ্ছি। চলতি ডিসেম্বর মহান বিজয় দিবসের মাসে মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ঘোষণা দিয়েছি। আমরা সেবার মান বজায় রেখে অত্র এলাকার সু-চিকিৎসা বঞ্চিতদের জন্য সেবাকার্যক্রম চালিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।'
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল সুপারভাইজার তারেক আজিজ, মার্কেটিং অফিসার মু. জসিম উদ্দিন, প্রফেসর এনামুল হক সহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।