সেবা ডেস্ক : বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত ২০২০-২১ সালের জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা লোক সঙ্গীতে 'ক' বিভাগে প্রথম স্থান অর্জন করেন 'তানজিম বিন তাজ প্রত্যয়।
গত ২১ ডিসেম্বর (বুধবার) প্রতিযোগিতায় সারা বাংলাদেশের শিশু শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিটাতি কয়েকটি ধাপে স্কুল, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে অনুষ্ঠিত হয়।
চূরান্ত পর্যায়ে ৮টি বিভাগ থেকে প্রথম স্থান অধিকারী মোট ৮জন প্রতিযোগী নিয়ে শুরু হয় জাতীয় প্রতিযোগিতা। প্রত্যয় ঢাকা বিভাগের প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা বিচারক ছিলেন- চন্দনা মজুমদার, আজগর আলীম ও অনিমা গোমেজ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।