শফিকুল ইসলাম : রৌমারী উপজেলার এক বসতবাড়ী থেকে রোপনকৃত ১৫ ফিট লম্বা ও ৩১ কেজি ওজনের একটি গাঁজার গাছ, ২শ ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ আবুল কালাম আজাদ (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও গাঁজার মালিককে আটক করা হয়।
রৌমরী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, গোপন তথ্যের সংবাদে পুলিশ এক বসতবাড়ির আঙ্গিনা থেকে ১৫ফিট লম্বা ৩১ কেজি গাঁজার গাছ ও ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।