নন্দীগ্রামে ফেঁসে গেল ভ্যানচালক, পার পেল কালোবাজারি

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজির ১৮টি বস্তা চাল উদ্ধার ঘটনায় এক নিরীহ ভ্যানচালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে প্রভাবশালী কালোবাজারিকে আসামি করা হয়নি। খাদ্য অধিদপ্তরের সিল মোহরকৃত বস্তাভর্তি চাল উদ্ধার ও ব্যাটারিচালিত অটোভ্যান আটক করা হয়েছে। মূল কালোবাজারি কৌশলে পার পেলেও ফেঁসে গেছেন ভ্যানচালক।

নন্দীগ্রামে ফেঁসে গেল ভ্যানচালক, পার পেল কালোবাজারি



 গত মঙ্গলবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া মানুষমারী পাকা রাস্তা এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে চালভর্তি অটোভ্যানসহ চালক জাহাঙ্গীর আলমকে (২৮) আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। এ ঘটনায় রাতেই ভ্যানচালককে আসামি করে মামলা দায়ের করেছেন আইলপুনিয়া গ্রামের নজিবুল্লাহ মজনু মন্ডল নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। 

একটি সুত্র জানায়, উদ্ধারকৃত চালগুলো বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামের এক প্রভাবশালী কালোবাজারির। তিনি মামলার বাদীর ঘনিষ্ঠ। যেকারণে তাকে রক্ষা করতে শুধুমাত্র নিরীহ ভ্যানচালককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে সর্বত্রই সমালোচনা চলছে। 

মামলার বিবরণে বলা হয়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ৩০কেজির ১৮টি বস্তায় ৫৪০ কেজি চাল অটোভ্যানে করে কুন্দারহাট বাজারে যাচ্ছিলো চালক। পথিমধ্যে আইলপুনিয়া মানুষমারী এলাকায় পাকা রাস্তার ওপর চালভর্তি ভ্যানসহ চালককে আটক করা হয়। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলমোহর রয়েছে।

মামলার বাদী আওয়ামী লীগ নেতা নাজিবুল্লাহ মজনু জানিয়েছেন, ভ্যানচালক সরকারি চালগুলো সংগ্রহ করে গুদামজাত এবং বিক্রয় করার জন্য গোপনে কুন্দারহাট বাজারে নিয়ে যাচ্ছিলো। হাতেনাতে তাকে আটক করা হয়। 

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চালসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভ্যানচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত করা হচ্ছে। কোনো কালোবাজারি জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top