বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির ডিইউসিএসইউ ক্যাফেটেরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব বকশীগঞ্জ (ডুসাব) এর উদ্যোগে শিক্ষার্থীদের নবীন বরণ এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন শিল্পপতি আগা শাহিদ মিন্টু, এসএভিপি এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্পোরেট প্রধান সাইফুল ইসলাম মাসুম, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সোহানুর রহমান সোহান, আবু হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহজাহান শাওন।
এসময় ডুসাব এর সভাপতি সুইটি মোদক মনিসা, সাধারণ সম্পাদক তাজবীর রায়হান সহ ঢাবিতে ভর্তিরত ৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবীন বরণ ও মিলনমেলা অনুষ্ঠানে অতিথিদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থী জোবায়ের লোবা, আরিফ রহমান, আফিয়া আম্বিয়া, নাহিয়ান আল নাহিদ, উম্মে হাবিবা, আতিকুর ইসলাম, ফারহান ইবনে শহীদকে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপঢৌকন বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।