বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ বুধবার (২৩ নভেম্বর) দিনব্যাপি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পাট অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে ৭ টি ইউনিয়নের ৫০ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।