নন্দীগ্রামে দাদন ব্যবসায়ীদের তালিকা চাইলেন ওসি

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাদন ব্যবসায়ীদের চ্যালেঞ্জ করে জনগণের কাছ থেকে তাদের তালিকা চেয়েছেন থানার ওসি মো. আনোয়ার হোসেন। 

নন্দীগ্রামে দাদন ব্যবসায়ীদের তালিকা চাইলেন ওসি



 তিনি বলেন, সুদ (দাদন) ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ফাঁদে কেউ পা দিবেন না। টাকার অংকের জায়গা ফাঁকা রেখে স্বাক্ষরিত ব্যাংক চেক কাউকে দিবেন না। দাদন ব্যবসায়ীরা চেকে ইচ্ছেমতো টাকার অংক বসিয়ে মামলা দিচ্ছে, গ্রামের মানুষকে সর্বশান্ত করছে। মাদক ও দাদন ব্যবসায়ীদের বিষয়ে ওসির ফোন নম্বরে সরাসরি কল দিয়ে জানান। তথ্যদাতার পরিচয় গোপন থাকবে। গ্রামে মহল্যায় সবাইকে সচেতন হতে হবে। 


গত শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে পুলিশ-জনতার উন্মুক্ত মতবিনিময় সভায় থানার ওসি এসব কথা বলেন। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, দাদন ব্যবসা, বাল্য বিবাহ, ভেজাল খাদ্যসহ সকল ধরণের অপরাধ দমন সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি। এতে স্থানীয় ব্যবসায়ীসহ পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। ধুন্দার বাজারে চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। 

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক লিটন চৌহান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইউপি সদস্য আমিনুল ইসলাম, ধুন্দার বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল গণি, ব্যবসায়ী জাহাঙ্গীর বাদশা প্রমুখ। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top