মেলান্দহে কবি দিবস চাই শীর্ষক আলোচনা: বিদ্রোহী কাব্যের পর্যালোচনা

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহে কবি দিবস চাই শীর্ষক আলোচনা সভায় বিদ্রোহী স্মৃতি কাব্যের পর্যালোচনা করা হয়। এ উপলক্ষে ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় রিপোর্টার্স ইউনিটর কার্যালয়ে স্বরচিত কবিতা আবৃত্তি জাতীয় কাজী নজরুল ইসলাম, বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন-কর্ম আলোকপাতসহ স্বরচিত কবিতা-গান পরিবেশন করেন-কবি হাবিবুর রহমান, মিজানুর রহমান মজনু, মির্জা তৌহিদুল ইসলাম অটল।

মেলান্দহে কবি দিবস চাই শীর্ষক আলোচনা বিদ্রোহী কাব্যের পর্যালোচনা



 সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মহান মুক্তিযুদ্ধের সময় মেলান্দহতে প্রথম পতাকা উত্তোলনকারি ও গেরিলা যোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু। 

অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন-দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আলমগীর আহম্মেদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন-বিদ্রোহী স্মৃতি কাব্য গ্রন্থের লেখক কবি সোলাইমান হোসেন। 


এ ছাড়াও শিল্প-সাহিত্য মানবজীবনের প্রভাব শীর্ষক আলোচনা করেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা শেখ ফরিদ, ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ এবং আজকের পত্রিকার প্রতিনিধি রকিবুল হাসান নয়ন প্রমুখ। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top