শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল বুধবার (০২ নভেম্বর)। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে।
জানা যায়, চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক রেজাউল ইসলাম মিনু, শহিদুল ইসলাম শালু (কাপপিরিচ), জাইদুল ইসলাম মিনু (হেলিকপ্টার), মজিবুর রহমান বঙ্গবাসি (দোয়াত-কলম), ইমান আলী (ঘোড়া), আলমঙ্গীর হোসেন (মটরসাইকেল) ও মাইদুল ইসলাম (আনারস) প্রতীক।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে. রৌমারী উপজেলায় পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ জন ও নারী ভোটার ৭৭ হাজার ৯৭৭ জন।
মোট ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ১৫০ টি। কেন্দ্র মোট ৬৯ টি ও বুথ সংখ্যা ৪৭৮টি। রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।