উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তথ্য অধিকার আইন বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের এনডিসি ও মাননীয় তথ্য কমিশনার সুরাইয়া বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সাবেক সচিব মহিবুল হোসাইন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান, উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান, সাংবাদিক কল্যাণ ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।