নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গরু চুরি মামলায় মতিন প্রামানিক (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে পৌর সদরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে জেলার কাহালু থানার একটি অপহরণ মামলা রয়েছে। সে কাহালু উপজেলার বাখড়া পানাই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৯জুন রাতে উপজেলার তেঘরী গ্রামের শিহাব আলী ও আজিজুল হকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়।
তারা স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে বগুড়া-নাটোর মহাসড়কে গিয়ে দেখতে পান কয়েকজন ব্যক্তি মেশিনচালিত ভটভটিতে ৪টি গরু তুলে নিয়ে রণবাঘার দিকে যাচ্ছে।
স্থানীয়রা পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি। গরু নিয়ে চোরগুলো নাটোরের দিকে চলে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
এঘটনায় ২০জুন থানায় একটি চুরি মামলা দায়ের করেন তেঘরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শিহাব আলী। এ মামলায় তদন্তে সন্দেহভাজন আসামী মতিনকে গতকাল শনিবার গ্রেফতার করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।