জামালপুর সংবাদদাতা : জামালপুরে অন্তসত্বা স্ত্রী মিম আক্তার (২০) হত্যা মামলার আসামী স্বামী আরিফ (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আরিফ গফরগাঁও থানার ঘাঘড়া এলাকায় আত্মগোপনে ছিল।
৩ নভেম্বর র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আরিফ জামালপুর সদর থানার গহেরপাড়া নিশিন্দি গ্রামের আলী আকবরের ছেলে এবং মিম আক্তার আমিন নগরের মোক্তার হোসেনের মেয়ে।
র্যাব-১৪, সিপিসি-১, কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপিÍতে জানান, ১৮ অক্টোবর রাতে যৌতুকের দাবিতে মারপিট শেষে গলায় উড়না পেচিয়ে ঘরে ঝুলিয়ে রাখে।
স্বজনরা মিমকে দ্রæত উদ্ধার শেষে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ হাসপাতালে নিলে তাকে আইসিইউতে ভর্তি করে। ২৫ অক্টোবর মিম আক্তার মারা যায়।
এ ঘটনায় জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত করছিল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।