সেবা ডেস্ক : জামালপুরে ধর্ষন মামলার আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো জামালপুর ক্যাম্পের র্যাব-১৪।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার থেকে জানা যায়, বাদী মোছাঃ সাজেদা আক্তার (৪২), পিতা- মৃত মফিজ উদ্দিন সাং- গোপিনাথপুর থানা, জেলা জামাালপুর এর ১ম স্বামী মারা যাওয়ার পর বিবাদী মোঃ ফোরকান আলী (৫৫) এর সাথে ১০-০৭-২০১৫ ইং তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাদী ফোরকান আলী অসুস্থ্য হয়ে পড়লে সংসারের অভাব দূর করার জন্য বাদী ১০-০৪-২০১৬ ইং তারিখে সৌদি আরবে গমন করে এবং প্রবাসী থাকা অবস্থায় বিভিন্ন সময়ে প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা প্রদান করে। দীর্ঘ ৩ (তিন) বছর প্রবাস জীবন অতিবাহিত করে দেশে ফেরার পরে বিবাদীর সহিত ঘর সংসার করার কিছুদিন পর বাদীর উপর যৌতুকের জন্য শারীরিক ও মানষিক নির্যাতন করলে তিনি গত ০৬/০৫/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। মামলা করার পর বিবাদী তাকে জানায় যে, গত ২২/০৬/২০১৬ ইং তারিখে বাদীকে তালাক প্রদান করে। এমতাবস্থায় বিবাদী ১০/০৫/২০১৯ ইং হইতে ০৫/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত অবৈধভাবে ঘর সংসার করে এবং উক্ত সময়ের মধ্যে বিবাদী তাহার স্ত্রী না জেনেও শারীরিক সম্পর্কে জড়িত হয় যা ধর্ষণের শামিল। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রাখে। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে অদ্য ০৪/১১/২০২২ ইং তারিখ অনুমান ১৬:৪৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল জামালপুর জেলার ছোনটিয়া এলাকায় হতে উক্ত আসামী মোঃ ফুরকান আলী (৫৫) কে আটক করা হয়। জামালপুর সদর থানার মামলা নং-০৭/৯৫০, তারিখ-০৩/১১/২০২২ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৯(১) মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।