উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যান কামনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মহল্লার ঝিকিড়া কালীবাড়ি ঐতিহ্যবাহী (চড়কখোলা) মন্দির অঙ্গনে ২৪ প্রহর ৩ দিনব্যাপী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
রাধা গোবিন্দের ভক্ত ও অনুরাগীদের আয়োজনে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া লীলা কীর্তন শনিবার রাতে শেষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ১ মিনিটে প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মোহন লাল সুত্রধর। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি শ্রী কুশাই চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক বাবু সুশান্ত হালদার, বাবু দুলাল চন্দ্র সাহা প্রমুখ।
মন্দিরের সহ সভাপতি অনুপ হালদার বলেন, ২৪ প্রহরব্যাপী লীলা কীর্তনে ব্যাপক ভক্ত ও অনুরাগীদের আগমন ঘটেছে এই মন্দিরে। যেন ভক্তদের মিলন মেলা।
রাধা গোবিন্দের নাম কীর্তন অনুষ্ঠানে অংশ নেন দেশের বিখ্যাত কীর্তনিয়া দল - গোষ্ঠ গোপাল সম্প্রদায়-নাটোর, সোনার গৌরী সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্রী শ্রী বাল্য কিশোর সম্প্রদায়-টাঙ্গাইল, জয় গুরু সম্প্রদায় - বনগ্রাম পাবনা, বলরাম সম্প্রদায়- শাহজাদপুর, শ্রীকৃঞ্চ বলরাম সম্প্রদায়- বড়হর। লীলা কীর্তনে অংশ নেন- চৈতন্য দাস উত্তম - মনিরামপুর, যশোর, কুমারী পুজা রায় - সিলেট, শ্রীমতি অর্পিতা রানী কনা - নন্দীগ্রাম- বগুড়া।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।