কাজিপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার বিকেলে বিয়াড়া নুরনবী বহুমখী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে নুরনবী স্পোর্টিং ক্লাব ও সিয়াম স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। বিয়াড়া ফুটবল একাডেমির আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার তাছির উদ্দিন তাছু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত আহমেদ শাওন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, পৌর কমিশনার শরিফুল ইসলাম কুড়ান সহ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।