শফিকুল ইসলাম : ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ল্যাব উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজির উদ্দিন, দাঁতভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম সরকার, দাঁতভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে সরকারি বরাদ্দে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩২টি ল্যাব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে এসব ল্যাব স্থাপন করা হবে বলে জানা যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।