জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা আ'লীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেওয়ানগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
৫ নভেম্বর বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৪ নভেম্বর মিছিল শেষে বক্তব্য প্রদানকালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও মন্তব্য করায় সাংগঠনিক এই পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। একই সাথে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতের ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আসন্ন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলের বিবাদমান দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন যত ঘনিয়ে আসছে উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের ১৩ তারিখ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।