জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা ২২ নভেম্বর দুপুরে মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা এতে সভাপতিত্ব করেন। নিরাপদ খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে।
বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, সেনিটারি ইন্সপেক্টর রাবেয়া খাতুন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।