মনিরুজ্জামান লিমন : জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে মাঠে নেমেছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ এ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও প্রস্তুতি সভা শুরু করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড় দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ।
ওই সভায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান মনির, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল,উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাজন মিয়া, কলেজ ছাত্রলীগের আহŸায়ক মো. আরিফুজ্জামান সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের আগামি ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।