নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিংনা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের আয়োজনে বিকেল ৪ টায় বারই পটল রেল ক্রসিং এর পার্শে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বীর প্রতিক আব্দুল হাকিমের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। মুসা কামালের সঞ্চালনায় সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম বাবু, প্রাক্তন ব্যাংকার আঃ লতিফ, পিংনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাজাহান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন,স্থানীয় নুর মোহাম্মদ, মেহেদী আজাদ লিটন, মোঃলুতফর রহমান সহ পিংনা ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন,তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না । এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
ক্যাপসন - মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।