কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে আয়োজনে জেল হত্যা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগ স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। সভায় ভারচুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অন্যদের মধ্যে সহকারি কমিশনার(ভূমি)কাজী মোহাম্মদ অনিক ইসলাম,উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম,ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল,কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, সহকারি অধ্যাপক আবদুল জলিল প্রমূখ বক্তব্য রাখেন।এরপর উপজেলা আওয়ামী লীগ একটি শোক র্যালী বের করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ। এখানেও ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
সবশেষ জেল হত্যায় শহীদ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।