শফিকুল ইসলাম : রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন অপ্রতীকর ঘটনা ছাড়াই উপজেলা পরিষদের উপনির্বাচন সম্পন্ন হয়।
বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী ঘোড়া প্রতীক নিয়ে ২২ হাজার ২১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মজিবুর রহমান (দোয়াতকলম) প্রতীক নিয়ে ১৭ হাজার ৫৯২ ভোট পেয়েছেন।
অপর দিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম মিনু নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৪১৪ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৫০ টি। ভোট গ্রহণ হয়েছে ৬৪ হাজার ৩৬৮।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।