লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্ধী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু এতে সভাপতিত্ব করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরুর সঞ্চালনায় এতে সহ সভাপতি মজিবর রহমান, হোসনে মোবারক উজ্জল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,শহর যুবলীগ আহবায়ক মনিরুজ্জামান লাজু,সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া, সদস্য দেলোয়ার হোসেন দেলুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
বক্তারা মহা সমাবেশ সফল করাসহ সাংগঠনিক ভাবে বিএনপি,জামাত চক্রের অস্থিতিশীত আন্দোলন প্রতিহত করে,শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়ন চলমান রাখতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।