কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : চোরাই নীল রংয়ের একটি ১৫০ সিসি ( RTR) মোটর সাইকেল সহ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।
গ্রেপ্তার লিমন মিয়া(২০) উপজেলার জুমার খুকশিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র। গত শুক্রবার রাতে চরাঞ্চলের খাসশুড়িবেড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এসময় তার নিকট থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার কাজিপুর থানায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাজিপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ হাসিবুল্লাহ।
এর আগে গতমাসেও মোটর সাইকেল চোরচক্রের এক সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।