লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরেরর ইসলামপুর বাইপাস সড়কের ঋষিপাড়া নামক স্থানে ট্রাকচাপায় আশিকুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আশিক পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।
বুধবার (২৩নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাইপাস সড়কের পাশ দিয়ে হেটে বাড়িতে যাওয়ার সময় ঢাকা মেট্রো ট -১৩-৫৭৭ মাল বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশু আশিকের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।