লিয়াকত হোসাইন লায়ন : বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অডিটোরিয়াম এ শেষ হয়।এতে নেতৃত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
পরে মুক্তিযোদ্ধা ভবন হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে প্রথম সমবায় সমিতির কার্যক্রম শুরু করেন।সমবায়ীরা সংগঠিত হয়ে পণ্য বাজারজাত করলে মধ্যস্বত্বভোগকারীরা কৃষক ও উৎপাদনকারীদের ঠকাতে পারবেন না। সমবায়ীদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, সহসভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, উপজেলা কৃষকলীগের সাঃ সম্পাদক মোঃ মতিউর রহমান, যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
In a digital on line casino 솔카지노 game, the end result} of each game is dependent on the information produced by apseudo-random quantity generator. This determines the order of the cards in card video games, the end result} of a dice throw, or the results produced by the spinning of a slot machine or roulette wheel. PRNGs use a set of mathematical directions to generate an extended stream of numbers that give the impression of true randomness. When applied appropriately, a PRNG algorithm will certain that|be sure that} the video games are both truthful and unpredictable.
উত্তরমুছুন