কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলা নামের দেশ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই দেশকে গড়তে কাজ করছেন তাঁর কন্যা। উন্নয়নের যাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই দেশে এতো উন্নয়ন ।
বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিক ভবন নির্মাণ কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় আমার মরহুম পিতা কাজিপুরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। আজকে চালিতাডাঙ্গা মহিলা কলেজটির নামকরণ আমার পিতার নামে ‘মোহাম্মদ নাসিম চালতাডাঙ্গা মহিলা কলেজ’ রাখায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই। একইসাথে এই কলেজে আমার মায়ের নামে ‘ লায়লা নাসিম অডিটোরিয়া ’ নির্মাণ করেছেন। আপনাদের লিডার প্রয়াত মোহাম্মদ নাসিম কল্যাণকামী এসব কর্মকান্ডের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের নবনির্মিত “লায়লা নাসিম অডিটোরিয়াম”এর উদ্বোধন ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম তনয় সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় এসব কথা বলেন।
এসময় কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজিপুর আমার মরহুম পিতা ১৮ টি কলেজ স্থাপন করেছেন। আপনারা এসব কলেজের শিক্ষার মান ও পরিবেশের উন্নয়নে সচেষ্ট হবেন। এতে করে কাজিপুরের শিক্ষার দিগন্ত প্রসারিত হবে।
কলেজের বর্তমান সভাপতি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব খোশলেহাজ উদ্দিন, চালিতাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার, সাধারণ সম্পাদক রণ্জু তালুকদার প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।