নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌর সদরে ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাই স্ট্রোক করে মারা গেছেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা দু’জন আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া মহল্যার মৃত হাতেম আলীর ছেলে ইদ্রিস আলী (৫৬) বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজরে পর বাড়ি ফেরার পথে স্ট্রোক করে মারা যান। এই শোক সইতে না পেরে সকাল ৬টার দিকে তার চাচাতো ভাই কাতেব আলী (৬০) বাড়িতেই স্ট্রোক করে মারা যান। তিনি মৃত গোলাম রব্বানীর ছেলে। চাচাতো দুই ভাই ছোটবেলা থেকেই বন্ধুর মতো চলাফেরা করতেন।
পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, সব সময় একই সঙ্গে চলতেন দুই ভাই, একই দিনে মারাও গেল। দু’জনকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাই মারা গেছেন, খবর শুনেছি। বিষয়টি দুঃখজনক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।